পাকল টুপি - Pakol Tupi for Men: Buy Online at Best Prices in Bangladesh | Tupiwala.com
Tupiwala provide best quality comfortable pakol tupi with best prices for you. Express who you are through what you are wearing. Adorn yourself with gorgeous look with this and also you wear this tupi in the mosque.
ইবাদাতের মত পোশাক-পরিচ্ছদ এর ক্ষেত্রে ইসলামে নির্দিষ্ট কোন কিছুকে ধরা-বাধা করে দেয়া হয়নি। ড্রেসকোডের কিছু নীতিমালা আছে শুধুমাত্র। পরিচ্ছদের ক্ষেত্রে পাঞ্জাবী-জুব্বা, টুপি প্রভৃতি পোশাক প্রাচ্যের অনেক অধিবাসীর নিকট ইসলামিক ড্রেসকোড হিসেবে পরিচিত। নামাজে বা নামাজের বাইরে মাথা ঢেকে রাখা আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি অভ্যাসগত সুন্নাহ। এই সুন্নাহর উপর আমল করার জন্য প্রাচ্যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশ এবং আশ-পাশের অঞ্চলগুলোতে ধার্মিক মুসলিমগণের নিকট টুপি বেশ জনপ্রিয় হয়ে আছে। উপরন্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার এই আয়াত যেখানে তিনি আদেশ করেছেন এই মর্মে,
“হে আদমসন্তান! প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ গ্রহণ কর।….” (সূরা আল-আ’রাফঃ৩১)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনের যুগ থেকে প্রতি যুগে এর উপর ব্যাপকভাবে আমল ছিল।
টুপি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, তাবেয়ীন তাবে-তাবেয়ীন পরেছেন এবং পরবর্তীতে সব যুগেই মুসলিমগণ তা পরিধান করেছেন। টুপি, পাগড়ীর মতোই একটি ইসলামী লেবাস। হাদীসে, আছারে ও ইতিহাসের কিতাবে এ বিষয়ে বহু তথ্য আছে এবং অনেক আলিম-মনীষীর বক্তব্য আছে। নিম্নে এ সম্পর্কে কিছু দলীল পেশ করছি। প্রথমে হাদীস থেকে।
হাদীস-১
হাসান বিন মেহরান থেকে বর্ণিত-
عن رجل من الصحابة : قال : أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء
একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’ (আল ইসাবাহ ৪/৩৩৯)
এ হাদীসটি ইমাম ইবনুস সাকান তার কিতাবুস সাহাবায় সনদসহ বর্ণনা করেছেন। তবে তাঁর এ বর্ণনায় সাহাবীর নাম আসেনি। তা এসেছে তাঁর অন্য বর্ণনায় এবং ইমাম বুখারী ও ইমাম আবু হাতেমের বর্ণনায়। তাঁর নাম ফারকাদ। (দ্র. আততারীখুল কাবীর ৭/১৩১; কিতাবুল জারহি ওয়াত তা’দীল ৭/৮১) .
হাদীস-২
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন
أن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন। (আখলাকুন নুবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃ. ২০২)
হাদীস -৩
উমর ইবনে খাত্তাব রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন-
الشهداء ثلاثة : رجل مؤمن … ورفع رسول الله صلى الله عليه وسلم رأسه حتى وقعت قلنسوته أو قلنسوة عمر.
শহীদ হল তিন শ্রেণীর লোক : এমন মুমিন … এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। তখন তাঁর টুপি পড়ে গেল। অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল। (মুসনাদে আহমাদ, হাদীস : ১৪৬ জামে তিরমিযী, হাদীস : ১৬৪৪ ইত্যাদি)
সাহাবায়ে কেরামের টুপি
জানা কথা যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন তখন সাহাবায়ে কেরামও পরবেন। বরং কোনো হাদীসে আল্লাহর নবীর টুপির উল্লেখ না এলেও যদি সাহাবায়ে কেরামের টুপি পরা প্রমাণিত হয় তাহলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর টুপি পরিধানেরই প্রমাণ বহন করবে। হাদীস ও আছারের কিতাবে সাহাবায়ে কেরামের টুপি পরার অসংখ্য প্রমাণ রয়েছে, যা একত্র করলে একটি পুস্তিকা হয়ে যাবে। এখানে সামান্য কিছু বর্ণনা উল্লেখ করা হল।
- হাসান বসরী রাহ. বলেন,
وكان القوم يسجدون على العمامة والقلنسوة
তাঁরা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি বা টুপির উপর সিজদা করতেন।-সহীহ বুখারী, কিতাবুস সালাত ‘প্রচন্ড গরমের কারণে কাপরের উপর সিজদা করা’ অধ্যায়।
উল্লেখ্য, হাসান বসরী রাহ. অনেক বড় মনীষী তাবেয়ী, যিনি অনেক সাহাবীকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন।
তাবেয়ীগণের টুপি
যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন এবং তা ছিল মুসলিমদের পোশাকের অংশ তখন জানা কথা, তাবেয়ীগণও তা পরেছেন। উপরের আলোচনা থেকেই তাবেয়ীন-যুগও পরবর্তী যুগেও মুসলিম-সমাজে টুপির সুন্নাহ প্রতিষ্ঠিত থাকা প্রমাণিত হয়। তাই আলাদাভাবে তাবেয়ীদের টুপি প্রমাণের আর প্রয়োজন থাকে না। এরপরও কিছু নমুনা পেশ করছি।
- আবদুল্লাহ ইবনে আবি হিন্দ রাহ. বলেন,
رأيت على علي بن الحسين قلنسوة بيضاء لاطئة
আমি আলী ইবনে হুসাইন রাহ.-এর মাথায় একটি সাদা টুপি দেখেছি, যা মাথার সাথে মিলিত ছিল।-তবাকাতে ইবনে সাদ ৩/২৪৩
এ পর্যন্ত আমরা টুপির ক্ষেত্রে নবী-যুগ, সাহাবা-যুগ ও তাবেয়ী-যুগের ইতিহাস পেলাম। আল্লাহর রহমতে আমরা সংশয়হীনভাবে বুঝতে পারলাম যে, এসব যুগে টুপি ছিল এবং মুসলমানদের পোশাক হিসেবে অন্যান্য পোশাকের মতো টুপিরও ব্যাপক প্রচলন ছিল। বলাবাহুল্য, প্রত্যেক প্রজন্ম তার পূর্ববর্তী প্রজন্ম থেকেই দ্বীন শেখে।
চামড়ার মোজা -Special Original Leather Socks
কাশ্মেরি অরিজিনাল শাল – Kashmiri Shal [Code:KS3]
Shahi Hafezi Rainbow Quran Color Coded – (Hafezi Quran) – CQ9
নিচের এই icon এ LIVE CHAT করুন
Kabli Panjabi Set – ব্লাক কালার লিনেন কাপড় ( পাঞ্জাবী ও পায়জামা ফুল সেট) – Code:KP2
আফগানী স্মার্ট টুপি – Afgani Smart Tupi [Code:AS1]
Afgan Muhib Tupi Special Version- আফগান মুহিব টুপি স্পেশাল ভার্সন [Code:F4]
MALAIKA ( মালাইকা ) Alcohol Free Attar – ATORWALA
Ajwa Dates ( আজওয়া খেজুর ) – 1kg ( এক কেজি )
Kabli Panjabi – High Quality Kabli Set For Men ( পাঞ্জাবী ও পায়জামা ফুল সেট) – Code:KP1
How to find us
শুধুমাত্র টুপির সম্ভার নিয়ে বাংলাদেশ এ একমাত্র সবচেয়ে বড় টুপির অনলাইন শপ Tupiwala.com। টুপিওয়ালায় পাবেন দেশি-বিদেশী বাহারী ডিজাইনের হরেক রকমের উন্নত মানের টুপিঁ ।টুপিওয়ালা সব সময় প্রোডাক্ট কোয়ালিটি তে বিশ্বাস করে ।
Road 12/4 , House 6০, South Banasree, J – Block, 1216 Dhaka, Bangladesh
- যে কোন সমস্যায় কল করুন : 01303317619, 01879123167
- What’s App নম্বর : 01749781165, 01879123167
- ই-মেইল করুন : metupiwala@gmail.com
Reviews
There are no reviews yet.